‘একটি ইংরেজি পত্রিকার সম্পাদক রায় ড্রাফট করে দিয়েছেন’

শেখ কামাল॥ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে সংক্ষুব্ধ আইনজীবীদের এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ এই সমাবেশের আয়োজন করে। বক্তারা সুষ্পষ্ট করে বলেন; একটি অপশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব ও সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘প্রধান বিচারপতির বক্তব্য সংবলিত সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় একটি ইংরেজি দৈনিকের সম্পাদক ড্রাফট করে দিয়েছেন।’ রবিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেওয়া রায়ে অপ্রাসঙ্গিক ও অসাংবিধানিক বক্তব্যে সংক্ষুব্ধ আইনজীবীদের এই প্রতিবাদ সমাবেশে’ তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ‘আমরা জানি, কারা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত। একে-একে আমরা তাদের মুখোশ উন্মোচিত করব জাতির কাছে। আমরা জানি, এই ড্রাফট কোথা থেকে এসেছে। আমরা এ কাজের নিন্দা জানাই। এ রকম অপ্রাসঙ্গিক, অসাংবিধানিক, অগণতান্ত্রিক যে বক্তব্য লেখা হয়েছে, ছয় জন বিচারপতি সেই রায়ের সঙ্গে একমত পোষণ না করে বিরত থেকেছেন। আমরা তাদের ধন্যবাদ জানাই। সঙ্গে-সঙ্গে এই অপ্রাসঙ্গিক বক্তব্যগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাই।’
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব বলেন, ‘আমাদের কথা একদম পরিষ্কার, আপনারা জানেন, ষোড়শ সংশোধনী বাতিলের যে রায় হয়েছে, সেই রায়ে যে সার্টিফিকেট দেওয়া হয়েছিল, সেটি একটি পয়েন্টে দেওয়া হয়েছিল। সেটি হলো আর্টিকেল ৯৬ (২,৩,৪,৫,৬,৭) প্রযোজ্য হবে কিনা, সাংবিধানিক হবে কিনা। কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ করেছি, সেই ইস্যু বাদ দিয়ে ভিন্ন ইস্যু নিয়ে কথা বলা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আপনারা জানেন, যখনই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আইনজীবী সমাজ তখনই জেগে উঠেছে, রুখে দাঁড়িয়েছে। আজ সেই ষড়যন্ত্র দানা বেঁধেছে। তাই আইনজীবী সমাজের এই প্রতিবাদ সমাবেশ। আমাদের এই প্রতিবাদ সমাবেশ চলবেই।’
আগামী বুধবার রায়ের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে উল্লেখ করে ব্যারিস্টার তাপস বলেন, ‘দেশব্যাপী সব বারে আমাদের এই প্রতিবাদ সমাবেশ আয়োজিত হচ্ছে।  তাতে জনগণ আছে। বৃহস্পতিবারও আমাদের কর্মসূচি পালন করা হবে।’
প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকট আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুুন, আওয়ামী লীগের আইন সম্পাদক শ ম রেজাউল করিম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.