তাজুল ইসলাম নয়ন॥ গত বৃহস্পতিবার (১৭/৮/১৭) বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। ঢাকার নিবন্ধন পরিদপ্তরের কার্যালয়ে এ আলোচনা সভায় মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মাচারীরা উপস্থিত ছিলেন। উক্ত আলোচনায় সভায় আইন মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার নেপথ্যে যে সব লোক জড়িত ছিলেন, তাদের চিহ্নিত করতে কমিশন গঠনের চিন্তা করছে সরকার। বঙ্গবন্ধু হত্যাকান্ডে জিয়াউর রহমান জড়িত ছিলেন তা তদন্তে প্রমানিত হয়েছিল।
আনিছুল হক আরো বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ২১ বছরে কোনো এজাহার হয়নি জানিয়ে ক্ষোভের সঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘আগে যদি মামলা হতো তাহলে যাঁরা পরিকল্পনাকারী ছিলেন, যাঁরা পেছনে ছিলেন, তাঁদের ধরা যেত। তদন্তে প্রমানিত হয় বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত। যখন তদন্ত শেষ হয়, এর ১৫ বছর আগে তিনিই মারা গেছেন।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন আইন সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক। তিনিও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।