ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গতকাল (২১ আগস্ট) দুপুরে কসবা পৌর সদরের পুরাতন বাজারে ভেজাল বিরোধী অভিযান চালায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এ অভিযানে নানা অনিয়মে ৫টি প্রতিষ্ঠানকে নগদ ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাঁর সাথে ছিলেন উপজেলা স্যানিটারী কর্মকর্তা মো.কবির হোসেন। দুটি কনফেকশনারী, একটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট কে জরিমানা করেন। খাদ্যে ভেজাল মেশানোর দায়ে এবং কনফেকশনারীতে ভেজাল পন্য রাখার দায়ে ২২ হাজার টাকা জরিমনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সাংবাদিকদের জানান, খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগ পেয়ে আমরা এ অভিযান পরিচালনা করেছি এবং অভিযোগের সত্যতা পেয়ে উক্ত ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। ভবিষ্যতেও ভোক্তা অধিকার সংরক্ষনে এ অভিযান চলবে।