প্রধান বিচারপতিকে সরানোর কোনো চিন্তা নেই

টিআইএন॥ গত বুধবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপি নেতা রুহুল কবির রিজভী দাবি করেছেন, মানসিকভাবে অসুস্থ দেখিয়ে প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়ার গুঞ্জন তিনি শুনেছেন। তবে এস কে সিনহাকে সরানোর গুঞ্জন ছড়ানোর জন্য বিএনপিকেই দায়ী করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রিজভীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় রাতে শিল্পকলা একাডেমিতে দলের এক আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ এখন গুজব-গুঞ্জনের কারখানা। গুজব-গুঞ্জনে বাংলাদেশের বাতাস এখন ভারী। সর্বশেষ গুজব হল প্রধান বিচারপতিকে অসুস্থ বানিয়ে সরিয়ে দিচ্ছে আওয়ামী লীগ।  এটা স্রেফ গুজব, স্রেফ গুঞ্জন। এর প্রডিউসার বিএনপি, ডিরেক্টর বিএনপি, ডিস্ট্রিবিউটর বিএনপি। তারা দিশেহারা হয়ে আবোল-তাবোল বকছে। গুজবের পর গুজব ছড়াচ্ছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির ‘তুমি আছো বাংলার হৃদয়জুড়ে’ শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, প্রধান বিচারপতিকে সরানোর কোনো চিন্তা তাদের নেই।
বিচারপতি সিনহার রায়ের পর্যবেক্ষণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতা দখল অবৈধ ঘোষণার বিষয়ে বিএনপির নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।  তিনি বলেন, এই নীরবতাই সম্মতির লক্ষণ। তারা মেনেই নিয়েছে তখনকার মেজর জিয়ার ক্ষমতা দখল অবৈধ।” বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আদালতের রায় নিয়ে ‘রাজনীতি’ করছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের।
বঙ্গবন্ধু স্মরণে এই আলোচনা সভায় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ থেকে পাঠ করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। আবৃত্তি করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ভাস্বর বন্দোপদ্যায়, হাসান আরিফ, শিমুল মুস্তফা। গান গেয়ে শোনান রেজওয়ানা চৌধুরী বন্যা, সুজিত মোস্তফা, ফেরদৌস ওয়াহিদ।

Leave a Reply

Your email address will not be published.