ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ পানিয়ারুপ গ্রামের বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও আনসার ভিডিপি’র উপ-পরিচালক এস এম ফারুক’র স্ত্রী সেলিনা আক্তার (৬০) গত শুক্রবার রাতে কুমিল্লার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। গত শনিবার বাদ জোহর পানিয়ারুপ ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর জানাজায় কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী রুহুল আমিন ভূইয়া বকুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.শহিদুল্লাহ, জেলা কমান্ডার হারুনুর রশিদ, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, ওডিপি চেয়ারম্যান মো.আজিজুল হক বাচ্চু সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।