কর্ম
আইরিন সুলতানার কবিতা
তুমি নয় কারো ধরন
তুমি শুধুই তুমি
কর্ম তোমার নয় ছোট
কর্মেই হও মালিক,
বরন তোমায় করবে তারা
যারা দিলো অবহেলা।
হও তুমি তোমার রাজ্য
নিজেয় কর্মের রাজা,
অশ্রু জল জমিয়ে রাখো
আসবে তোমার ফল,
তোমার কর্মের তুমিই ব্যক্তি
তুমি হও মালিক।।