রাইসলাম॥ এবার দুর্গা পূজায় রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন শেষ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। গত রোববার সচিবালয়ে দুর্গা পূজার সময় আইন-শৃঙ্খলা নিয়ে সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
আগামী ২৬ সেপ্টেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হবে। প্রতিমা বিসর্জন হবে ৩০ সেপ্টেম্বর।
এবার সারাদেশে ৩০ হাজার ৭৭টি পূজা মন্ডপ করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকায় ২৩১টি পূজা মন্ডপ হবে। পূজায় বিঘœ সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেব আমরা। প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া পূজায় মাদক সেবন ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।