কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় ৩ দিন ব্যাপী আশার ফিজিওথেরাপী ক্যাম্প গতকাল (১৯ সেপ্টেম্বর ) সকালে আনুষ্ঠানিক ভাবে শেষ হলো। সমাপনী দিনে আশা জেলা কর্মকর্তা মো.কামাল মিয়া চৌধুরীর সভাপতিতে ¡প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বিশেষ ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মো.ইয়াকুব আলী ভূইয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; ডা: দেবাশিষ ঘোষ, ইউপি সদস্য মো.কামাল, আশা কর্মকর্তা মো.আবু কাউছার, মইনপুর শাখা ব্যবস্থাপক মো.হুমায়ুন কবির। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক মো.আবদুল খালেক। উল্লেখ্য আশা সুবিধাভোগী ও বহিরাগত মোট ১৫০ জন রোগীর নিবিড় থেরাপী দিয়ে নানা ধরনের ব্যায়াম শেখানো হয়।