প্রশান্তি ডেক্স॥ বিশ্ব অর্থনৈতিক ফোরামে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে সাত ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০১৭-১৮ অর্থবছরে ১৩৭টি দেশের মধ্যে ৯৯তম অবস্থানে পৌঁছেছে বাংলাদেশ। গত অর্থবছরে বাংলাদেশের অবস্থান ছিল ১০৬।
বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে সেরা পাঁচ-এ আছে সুইজারল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর, নেদারল্যান্ড ও জার্মানি।
গত বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের পক্ষ থেকে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এই সূচকে বাংলাদেশে এগিয়ে গেলেও এক ধাপ পিছিয়েছে ভারত (৪০তম)। তার পর দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে দেশটি।
বাংলাদেশের মতো সাত ধাপ এগিয়েছে পাকিস্তানও। তবে বাংলাদেশের চেয়ে পাকিস্তান (১১৫) এখনো পিছিয়ে। তালিকায় ৩৮ নম্বরে আছে রাশিয়া। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের অবস্থান যথাক্রমে ৬৮ ও ৮০ তম।
এই প্রতিকুল পরিস্থিতিতেও বাংলাদেশের এই অগ্রযাত্রাই প্রমাণ করে শেখ হাসিনার সরকারের উন্নয়ন এবং সুদুর প্রসারী পরিকল্পনা ও এর বাস্তবসম্মন সময়োচিত বাস্তবায়ন। আগামী দিনের বাংলাদেশ হবে সম্বৃদ্ধি, শান্তি, নিশ্চয়তায় এক উন্নয় এবং উন্নয়শীল দেশের রূপান্তরিত নাম।