মাতুয়াইলের উন্নয়নে ৭০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন

টিআইএন॥ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নবযুক্ত মাতুয়াইল ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা, নর্দমা, ফুটপাথ ও এলইডি বাতি স্থাপনসহ ৭৮৪ কোটি টাকা ব্যয়ের প্রকল্প নেয়া হয়েছে। গত রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন এসব কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
মাতুয়াইল উচ্চ বিদ্যালয় মাঠে এলাকাবাসীর সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সাঈদ খোকন বলেন, ‘সিটি করপোরেশনের সাথে নব-সংযুক্ত আটটি ইউনিয়নের অধিবাসীদের সবধরনের নাগরিক সুবিধা দিতে সিটি করপোরেশন বিভিন্ন কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। এরই ধারাবাহিকতায় আজ মাতুয়াইল ইউনিয়নের ৪৫.৬৩ কিলোমিটার রাস্তা নির্মাণ, ৪৬.১০ কিলোমিটার নর্দমা ও ফুটপাথ নির্মাণ, ২৬৭টি সড়কে ২১৮৮টি এলইডি সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন করা হলো।’
সাঈদ খোকন বলেন, ‘ইতোপূর্বে সারুলিয়া ইউনিয়নেও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বাকি ইউনিয়নগুলোতেও পর্যায়ক্রমে এ ধরনের উন্নয়ন কাজ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। আমরা আপনাদের পাশে আছি। ঢাকাকে একটি বাসযোগ্য ও সবুজায়িত নগরীর রূপ দিতে চাই। তাই আপনাদের সহযোগিতা চাই। আপনাদের প্রত্যেককে একেকজন মেয়রের দায়িত্ব পালন করতে হবে।’
মাতুয়াইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ আলীর সভাপতিত্বে ইত্যাদি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান প্রকৌশলী ফরাজী শাহাবুদ্দিন আহমেদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.