তাজুল ইসলাম নয়ন॥ রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি ছোট মনের পরিচয় দিয়েছে বলে মন্তব্য করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেছেন, ‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর পদক্ষেপ জাতিসংঘসহ বিশ্বে প্রশংসিত হয়েছে। কিন্তু বিএনপি তার সমালোচনা করছে। ছোট মন নিয়ে রাজনীতি হয় না। রাজনীতি করতে হলে মন বড় করতে হয়।’
গত সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আয়োজিত ‘টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য উৎপাদনশীলতা’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। সেমিনারের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়াধীন ন্যাশনাল প্রোডাকটিভিটি অরগানাইজেশন।
শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় তোফায়েল আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনও তাদের কাছেই যাননি। তিনি এখনও লন্ডনে বসে আছেন। বিএনপির উচিৎ ছিল রোহিঙ্গা ইস্যুতে অন্তত প্রধানমন্ত্রীর প্রশংসা করা। কারণ তার এ ভূমিকাকে বিশ্বের পত্রপত্রিকাগুলো তাকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করছে।’
রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, মানবিক কারণেই আমরা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। এবারের পাঁচ লাখসহ মোট নয় লাখ রোহিঙ্গা আমাদের দেশে আশ্রয় নিয়েছে। আমরা জানি আশ্রয়হীন মানুষ কত কষ্টে জীবনযাপন করে।
২০২১ সালের মধ্যেই বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যেগ গ্রহণ করা হবে বলে জানান তোফায়েল। বলেন, একটি দেশে উচ্চ উৎপাদনশীলতা থাকলে সে দেশের মানুষের জীবনমানও উচ্চতর অবস্থানে নিয়ে যায়। এজন সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।’
টেকসই উন্নয়নের লক্ষমাত্রা অর্জনের জন্য শিল্পায়নের পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর ওপর জোর দিয়ে এফবিসিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, অর্থনীতির প্রকৃত উন্নয়নের জন্য উৎপাদনশীলতা বাড়ানোর কোনো বিকল্প নেই। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন। এজন্য অবকাঠামো উন্নয়নের সঙ্গে দক্ষ শ্রমবাজার তৈরি এবং গবেষণার প্রয়োজন রয়েছে।