তাজুল ইসলাম হানিফ॥ জাতীয় বিশ্ববিদ্যালয় এর চট্টগ্রাম বিভাগের কলেজগুলোর মধ্যে রেঙ্কিংএ ব্রাহ্মণবাড়ীয়া সরকারী কলেজ প্রথম এবং একই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭ম স্থান অধিকারী হওয়ায় আমি এই কলেজের একজন সাবেক এইচএসসির ছাত্র এবং ব্রাহ্মনবাড়ীয়ার গর্বিত নাগরিক হিসেবে “ও ধস ভববষরহম ঢ়ৎড়ঁফ ধহফ যড়হড়ৎবফ”. অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের কলেজের সকল শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি অনুযায়ী, এই রেঙ্কিং কলেজ সমূহের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি করে শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবে। উল্লেখ্য দ্বিতীয়বারের মতো স্নাতক (সম্মান) ও মাস্টার্স কলেজ সমূহের মধ্যে এই রেঙ্কিং করল জাতীয় বিশ্ববিদ্যালয়। এর নাম কলেজ রেঙ্কিং ২০১৬।
এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক এটাই এখন আমাদের সকলের প্রত্যাশা!