ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে কসবা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির উপস্থিতিতে উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম শুরু করা হয়। প্রথম দিনে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আবেদনকৃত ২৩ জন মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় কাগজপত্র সহ সাক্ষাৎকার গ্রহণ করা হয়।
কসবা উপজেলা মুক্তিযোদ্বা যাচাই-বাছাই কমিটিতে ছিলেন: সভাপতি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, সদস্য সচিব হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, সদস্য হিসেবে কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর ইন্দু ভূষণ ভৌমিক, সাবেক উপজেলা কমান্ডর মোঃ শহীদুল্লা, খাড়েরা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কবির আহম্মেদ খান, জেলা আনসারের সাবেক এডজুটেন্ট এসআর ফারুক ও উপজেলা কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার সুবেদার (অবঃ) অলেক মিয়া।
সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম জানান, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।