টিআইএন॥ পুরুষ তদান্ত্রিক সমাজে নারীরাও যে পাওে তার প্রমান এই এব্রিল। শত বাধা ও প্রতিকুলতাকে পেছনে ফেলে সে এগিয়ে গিয়ে প্রমান করেছে ইচ্ছা এবং চেষ্টা ও সুনিদিষ্ঠ লক্ষ নিয়ে এগিয়ে গেলে সফলতা আসবেই। তবে সব ক্ষেত্রে সততার ছাপ রাখা গুরুত্বপুর্ণ।
পুরুষরাতো আছে অনেক নারীকেও দেখলাম এভ্রিলকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন! আমি পারিনি! আমি এভ্রিলের পক্ষে শুধু ছোট্ট মিথ্যাটা বাদ দিলে। তবে আমি একে মিথ্যা বলতেও নারাজ কারন ডিভোর্স হয়েছে মানেই তো হচ্ছে আর বিবাহিত নয়।
দরিদ্র কৃষক পরিবারের এভ্রিল আজ হাজারো নির্যাতিত নারীর মেন্টর হিসাবে উপস্থাপিত হয়েছেন। চাইলেই যে খুব কম সময়ে ভয়কে জয় করা যায়, স্বপ্নের কাছাকাছি যাওয়া যায় ঔধহহধঃঁষ ঘধুববস এভ্রিল তার জ্বলন্ত প্রমান।
এভ্রিলের দুর্দান্ত বহু প্রতিভা এবং সাহসকে আমি স্যালুট জানাই।