জীবন॥ যুক্তরাষ্ট্র বিএনপির ব্যাপক প্রতিবাদের মুখে ফোবানা সম্মেলনস্থল ত্যাগ করলেন সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সম্মেলনে তাকে আমন্ত্রণ জানানোয় বিএনপি এর প্রতিবাদ করে।
গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় মায়ামির হায়াত রিজেন্সি হোটেলে তিন দিনব্যাপী ৩১তম ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলন শুরু হয়। ওই সম্মেলনে মইন উ আহমেদকে আমন্ত্রণের ঘটনা নিয়ে ফোবানা কমিটির মধ্যে বিতর্ক দেখা দেয়।
সম্মেলন উদ্বোধনের আগে ব্ল্যাক টাই ডিনার নামের এ নৈশভোজে বর্তমান সরকারের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নিজাম চৌধুরীর সঙ্গে একই টেবিলে বসে প্রকাশ্যেই রাতের খাবার খান মইন উ আহমেদ। নৈশভোজে ফ্লোরিডা, নিউ ইয়র্কসহ বিভিন্ন অঙ্গরাজ্যের আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরাও অংশ নেয়।
একপর্যায়ে স্থানীয় বিএনপি নেতারা এর প্রতিবাদ জানান। ফলে নৈশভোজের পরেই মইন উ আহমেদ অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন।