কসবায় নয়নপুরে ভূয়া ডাক্তার রঞ্জন কুমার ঘোষ ও জ্যোৎ¯œা ঘোষের বিরুদ্ধে অবৈধ গর্ভপাতের অভিযোগ ॥ নেপথ্যে একটি দালাল চক্র

ভজন শংকর আচার্য্য, কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে স্বামী-স্ত্রী ডাক্তার সেজে অবৈধ গর্ভপাত ঘটিয়ে অনেক পরিবারকে সর্বশান্ত করে দিয়েছেন। তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন স্থানীয় কিছু দালাল। থানায় অভিযোগ দিলেও মিমাংসার নামে ওই দালাল চক্র তাদের রেহাই করার চেষ্টা করেন।
জানা যায়,  দলীয় ছদ্মাবরনে এ সকল দালালরা মানুষের জানমাল লুটে নিয়ে নিঃস্ব করে দিচ্ছে। ফলে দলেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে,  এ সকল দালাল ফড়িয়াদের আশ্রয়ে-প্রশ্রয়ে নয়নপুর বাজারে রঞ্জন কুমার ঘোষ ও তার স্ত্রী জ্যোৎ¯œা ঘোষ নিজেদের প্যারামেডিকেল পাশ ডাক্তার বলে পরিচয় দিয়ে একটি ফার্মেসী খুলেছেন। সেখানে স্বামী-স্ত্রী দিবা-রাত চিকিৎসার নামে জনগনের সাথে প্রতারনা করছেন। নিজেরাই বৈধ-অবৈধ গর্ভপাত ঘটিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেন এক শ্রেনির দালালদের সাথে সখ্যতা গড়ে।
গত ২৯ সেপ্টেম্বর নয়নপুর গ্রামের কামাল মিয়ার মিয়ার পুত্রবধূ সাত মাসের গর্ভবতী রেশমা আক্তার (২১) পেটে ব্যথা হলে জ্যোৎ¯œা ঘোষ ও রঞ্জন ঘোষ তাকে ব্যবস্থাপত্র করে ঔষধ দেয়। ওই ঔষধ খেয়ে রেশমার গর্ভপাত ঘটলে তাৎক্ষনিক জ্যোৎ¯œা ঘোষ কামাল মিয়ার  বাড়ি ত্যাগ করে করে। এ ব্যাপারে কামাল মিয়া থানায় অভিযোগ করলে অদৃশ্য কারনে মামলাটি রেকর্ড করেনি থানা পুলিশ।
জানা যায়, জনৈক ছাদেক সরকার থানা থেকে এ ঘটনার মিমাংসা করার চুক্তি নিয়েছে। বায়েক ইউনিয়নের গ্রাম পুলিশ আনোয়ার হোসেন ফোনে জানান কথিত ডাক্তার দম্পতি ভূল চিকিৎসা করে তার কামাল মিয়ার পুত্র বধূর ৭ মাসের সন্তানের গর্ভপাত ঘটিয়েছেন। একই ভাবে নাম প্রকাশে অনিচ্ছুক কায়েমপুর দত্ত বাড়ির এক গৃহবধূ জানান এই দম্পতি  চিকিৎসার নামে ভ্রুুন হত্যার ফাঁদ পেতেছে। তারও একই সর্বনাশ ঘটেছে।
এই বিষয়ে সরেজমিনে বায়েক ইউনিয়নের নয়নপুর  বাজারে রঞ্জন ও জ্যোৎ¯œার ফার্মেসীতে গেলে তাদের সাথে কথা বলার এক পর্যায়ে তাদের সনদপত্র দেখতে চাইলে রঞ্জন ঘোষ যে সনদপত্র দেখিয়েছেন এতে কোনো রেজিষ্ট্রেশন নম্বর নেই। অপরদিকে জ্যোৎ¯œাও কোনো সনদ না দেখিয়ে দেখালেন ট্রেনিং ওয়ার্কসপের প্রত্যয়ন পত্র। তাদের সাথে আলোচনার এক পর্যায়ে একাধিকবার  জনৈক ছাদেক সরকারের সাথে সেল ফোনে কথা বলার জন্য সাংবাদিকদের অনরুধ করলে কেহই ছাদেকের সংগে কথা বলেননি। জানা যায় এই ছাদেক সরকারই ওই এলাকার নানা অপকর্মের হোতা ও সহায়ক শক্তি। পরবর্তীতে সাংবাদিকদের পক্ষ থেকে ছাদেক সরকারের সাথে কথা বলার চেষ্টা করলে তার সেলফোনটি বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published.