টিআইএন॥ দেশকে এগিয়ে নেওয়ার কাজে তরুণদের আরও আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে আত্মবিশ্বাসী হতে হবে। সেজন্য ভেতরে স্বাধীনতার চেতনা ধারণ করতে হবে। কারণ, আত্মবিশ্বাস আসে স্বাধীনতার চেতনা থেকে। আগে তরুণদের মাঝে স্বাধীনতার চেতনা ছিল না; আত্মবিশ্বাসও ছিল না। তাই তখন তারা দেশের কল্যাণেও কাজে লাগতো না।’
গত শনিবার সাভারে শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে ‘সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন’ (সিআরআই) আয়োজিত ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, ‘শহীদদের ইতিহাস নিয়ে কাউকে মিথ্যাচার করতে দেবেন না। যারা স্বাধীনতার শহীদদের কথা ভুলে যায়, তারা জাতি হিসেবে বড় হতে পারে না।’
পুরস্কার পাওয়া তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘এই তরুণরা দেশের পিছিয়ে পড়া লোকজনের কল্যাণে কাজ করেছে। এ কারণে তাদের পুরস্কার দেওয়া হলো। এদের কাহিনী শুনে আমি নিজেই অনুপ্রাণিত হয়েছি। তাদের কাহিনী শুনে আনন্দিত হয়েছি, একইসঙ্গে গর্ববোধও করছি। এই তরুণরা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে মানুষের কল্যাণে নানা অবদান রেখেছে। নিজেদের পকেটের টাকা খরচ করে মানুষের জন্য কাজ করায় আমি তাদের ধন্যবাদ জানাই।’ দেশের যে কোনও সমস্যার সমাধানে তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, ‘এই তরুণরাই আমাদের ভবিষ্যত প্রজন্ম, ভবিষ্যতের নেতা। ভবিষ্যত নেতৃত্ব যারা দেবে, আমি তাদের আজ আমার সামনে দেখছি। আপনারা আত্মমর্যাদায় বলিয়ান হয়ে দেশ সেবা করবেন। স্বাধীনতার চেতনা ভেতরে ধারণ করবেন।’ তিনি বলেন, স্বাধীনতার চেতনা না থাকলে আত্মমর্যাদা বাড়ে না।’
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘আমরা দেখেছি, তরুণরাই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তরুণরাই দেশের মানুষকে এগিয়ে নিতে সাহায্য করছে, তরুণরাই দেশের সমস্যা সমাধানে এগিয়ে আসছে, যা আগে দেখা যেতো না।’ তিনি বলেন, ‘আমরা গত ৪-৫ বছর ধরে ইয়ং বাংলাকে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছি। কারণ, তারা প্রতিভাবান তরুণদের খুঁজে বের করে।’
তরুণদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনারা স্বাধীনতার চেতনা ভুলবেন না, কাউকে ভুলতেও দেবেন না। ৩০ লাখ শহীদের ইতিহাসকে কখনও ভুলবেন না।’ তরুণ-তরুণীদের সাহায্য করার জন্য দেশ-বিদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।