চলমান উন্নয়নের জন্যই সরকারের ধারাবাহিকতা প্রয়োজন…প্রধানমন্ত্রী

সুমি রোজারিও॥ উন্নয়নের জন্যই সরকারের ধারাবাহিকতা প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ২০১৪ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার ফলে একটানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন করা যাচ্ছে। আমরা দেশের মানুষের শান্তি ও নিরাপত্তা চাই।

coloman unnoyan pm
গত বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে গণভবনে মিরপুরে বস্তিবাসীদের জন্য আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প ও ধানমন্ডি-মোহাম্মদপুরে পরিত্যক্ত প্লটের উপর আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তি স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, রাজধানীর বস্তিবাসীর জন্য ভাড়াভিত্তিক ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। ফ্ল্যাটে সব সুযোগ-সুবিধা থাকবে। বস্তির ভাড়ার তুলনায় এখানে ভাড়া কম হবে। কেউ চাইলে মাসিক ভাড়া দিতে পারবে, এছাড়া সাপ্তাহিক ও প্রতিদিন দিতে চাইলেও দিতে পারবে।
ফ্ল্যাটগুলোতে প্রি-পেইড বিদ্যুৎ কার্ডের ব্যবস্থা থাকবে এবং বাচ্চাদের খেলাধুলা, চিকিৎসা সেবাসহ সব ব্যবস্থা থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published.