তোফাজ্জল, সান্টিফিক অপিসার॥ দেশের সাতটি ব্র্যান্ডের এনার্জি ড্রিংকে উচ্চ মাত্রার ক্ষতিকর ক্যাফেইন পাওয়া গেছে। এনার্জি ড্রিংকগুলো হল স্পীড, টাইগার, পাওয়ার, অস্কার, ব্রেভার, রেড বুল, ব্ল্যাক হর্স। একটি বিশ্ববিদ্যালয় ও দুটি সরকারি সংস্থার রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মাহবুব কবির জানান, এনার্জি ড্রিংকে ক্যাফেইনের মাত্রা সর্বোচ্চ ১৪৫ পিপিএমের কথা বলা থাকলেও এসব ব্র্যান্ডে পাওয়া গেছে ৩০০ থেকে ৪০০ পিপিএম। তিনি আরও বলেন, বিএসটিআই থেকে বেভারেজ হিসাবে অনুমোদন নিয়ে বাজারে এনার্জি ড্রিংক হিসেবে বিক্রি করা হচ্ছে এসব পণ্য।