রাইসলাম॥ ২৮ বছর আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার সেই মামলার রায় প্রকাশ হয়েছে। ১৯৮৯ সালে তৎকালীন আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার দুই মামলায় ১১ জনের ২০ বছরের কারাদন্ডাদেশ এবং একজনকে খালাস দেওয়া হয়।
গত রোববার বেলা সাড়ে বারোটায় এই মামলার রায় প্রকাশ করা হয়। এর আগে দুই পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবির রায়ের জন্য এ দিন ঠিক করে দেন।
১৯৮৯ সালের ১০ আগস্ট মধ্যরাতে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িতে গুলি ও বোমা ছোড়া হয়। তখন শেখ হাসিনা বাড়িতেই ছিলেন। ঘটনার পর বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কনস্টেবল জহিরুল ইসলাম একটি মামলা দায়ের করেন। পরে বঙ্গবন্ধুর খুনিদের নেতৃত্বে গঠিত দল ফ্রিডম পার্টির নেতা-কর্মীরা শেখ হাসিনাকে হত্যা করতে ওই হামলা চালিয়েছিল বলে তদন্ডে বেরিয়ে আসে।
এজাহারে বলা হয়, ফ্রিডম পার্টির সদস্য কাজল ও কবিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল গুলিবর্ষণ ও বোমা হামলা করে। হামলাকারীরা ‘কর্নেল ফারুক-রশিদ জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে দিতে পালিয়ে যায়।