এস কে কামাল॥ দীর্ঘ চারমাস পর বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সভা অনুষ্ঠিত হলো গত বুধবার। সভায় উপস্থিত জোটের নেতাদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
জোটের নেতাদের সবাধান করে বেগম জিয়া বলেন, জোট ভাঙ্গার চেষ্টা করছেন সরকার। আপনাদের টোপ দেওয়া হবে। এমন টোপে আটকাবেন না।
বেগম জিয়া আরও বলেন, ভুলেও তাদের ফাঁদে পা দেবেন না। ফাঁদে পা দিয়ে জোট থেকে বেরিয়েছেন তো শেষ। আপনাদের অস্তিত্ব থাকবে না।
বেগম জিয়ার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, ‘আমরা বরাবরই উপেক্ষিত। এই জোটেও আমাদের যেমন গুরুত্ব নেই। তেমনি জোট থেকে বেরিয়ে অন্য কোথাও গেলেন আমাদের মূল্যায়ন জুটবে না।’
তিনি আরও বলেন, ‘আমার কাছে খবর আছে। আপনার (বেগম জিয়া) দলেরই অনেকে সরকারের সঙ্গে আঁতাত করছে। আপনি তাঁদের বিষয়ে আগে পদক্ষেপ নিন। আগে নিজের ঘর সামলান।’ বেগম জিয়া হেসে উঠে আন্দালিব রহমান পার্থকে উদ্দেশ্যে করে বলেন, ‘আপনি তো তা জানবেনই। আপনার সঙ্গে তো সরকারের ভালো সম্পর্ক। আপনি বিএনপির এই মীর জাফরদের তালিকা দেন। আমি ব্যবস্থা নেব।’
বেগম জিয়ার কথায় হেসে ওঠেন আন্দালিব রহমানও, বলেন, ‘আপনার দলের ভেতরের খবর আপনি ভালো করেই জানেন। আপনিও জানেন কারা আঁতাত করছে।’ এবার বেগম জিয়া কিছু গম্ভীর হয়েই বলেন, ‘হ্যাঁ, আমিও জানি কারা এই মীর জাফর।’