
টিআইএন॥ গত ১৪ই নভেম্বর দিনটি সারা বিশ্বে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে। এই দিবসের মাধ্যমে ব্যাপক হারে আক্রান্ত এই রোগের বিরুদ্ধে একটি সচেতনতামূলক জাগরণ সৃষ্টি হউক। এই রোগ থেকে মুক্তির জন্য সকলেই নিয়ম মেনে চলার প্রতিযোগীতায় অংশগ্রহন করুক। যাদের এখনও এই রোগ আক্রমন করতে পারেনি, তারা রোগাক্রান্তদের জীবন যাপন থেকে শিক্ষা নিয়ে আগামীর সুস্থ্য থাকার প্রতিযোগীতায় অংশগ্রহন করুক। এই আমাদের কামনা এবং মিনতি।