সাইফুর রহমান॥ কেয়া চৌধুরীর পরিচয় জানাতে এই কবিতার চয়নগুলো উল্লেখ করলাম।
শোন মানুষ কেয়ার পরিচয়-
এমন কেয়া শতকে না, হাজারে না,
লাখে একটা হয়।
শোন মানুষ কেয়ার পরিচয়-
অন্যায় আর দুষ্কৃতকারীদের
কেয়া পায়না কখনো ভয়।
শোন মানুষ কেয়ার পরিচয়-
সততা আর ভালবাসা দিয়ে কেয়া,
করে মানুষের মন জয়।
শোন মানুষ কেয়ার পরিচয়-
কেয়ার সততা আর শ্রেষ্টত্বের
হবেনা কোন দিন ও ক্ষয়।
শোন মানুষ কেয়ার পরিচয়-
অন্যায়ের বিরোদ্ধে লড়তে জানে কেয়া
পিচু হঠতে নয়।
শোন মানুষ কেয়ার পরিচয়-
কেয়া বুঝিয়ে দেয় জনতার ষৌল আনা প্রাপ্য,
করেনা নয়-ছয়।
শোন মানুষ কেয়ার পরিচয়-
কেয়া অসহায়, দুখি, মেহনতি মানুষের পাশে
থাকে সব সময়।
শোন মানুষ কেয়ার পরিচয়-
কেয়া জনতার কাছে ওয়াদা করে যাহা,
তাহা’ই অটুট রয়।
শোন মানুষ কেয়ার পরিচয়-
কেয়ার শুধু অজপাড়া গাঁ না,
সমস্ত বাহুবল কেয়ার আপন আলয়।
শোন মানুষ কেয়ার পরিচয়-
আল্লাহর নেয়ামত হয়ে এমন কেয়া,
আমাদের মাঝে হয়েছে উদয়।