আন্তর্জাতিক ডেক্স॥ তারেক জিয়ার সঙ্গে একান্ত সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাতের আগ্রহ নিয়ে আসা প্রবাসী বাঙালিদের তিনি বলেছেন, ‘তারেকের ব্র্যান্ড ভালো না। তাঁর ইমেজ খারাপ। তাঁর সঙ্গে আমার সাক্ষাৎ করার কোনো কারণ দেখি না।’ শুধু তাই নয় লন্ডনে বিএনপিপন্থীদের এক সংবর্ধনার প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, ‘আমার অনেক কাজ। এসব করার সময় নেই।’
শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস এখন যুক্তরাজ্য সফরে রয়েছেন। এখানে তিনি তাঁর নতুন গ্রন্থ ‘ওয়ার্ল্ড অব থ্রি জিরোস’ এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত ১৬নভেম্বর তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্সে (এলএসই) প্রথম বক্তব্য দেন। পুরোনো থিয়েটার হলে ৫০০ শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি তিন শূণ্য তত্ত্বের ওপর বক্তব্য রাখেন। শূণ্য দারিদ্র, শূণ্য বেকারত্ব এবং শূণ্য কার্বন দূষণের ওপর ড. ইউনূসের এই বই। বইটি নিয়ে যুক্তরাজ্যে একের পর এক অনুষ্ঠান করছেন তিনি। স্কাই নিউজে তিনি সরাসরি সাক্ষাৎকার দিয়েছেন। বিবিসিতে তাঁর বই নিয়ে অনুষ্ঠান হচ্ছে। সোমবার ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন।