ময়নুল নওগাঁ প্রতিনিধি॥ উপজেলা কৃষি অফিস পতœীতলার আয়োজনে রবিবার উপজেলা পরিষদ চত্বরে রবি ২০১৭-১৮ মৌসুমে গম, সরিষা, ভুট্টা ও বোরো ধান চাষের লক্ষে পুনর্বাসনের আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কর্মসূচীর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে সহায়তা হিসাবে বোরো ধান, গম, ভুট্টা ও সব্জি বীজ সহ রাসায়নিক সার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ (পতœীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে এসময় অনন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) পতœীতলার আব্দুল করিম, সহকারী পুলিশ সুপার পতœীতলা সার্কেল তারেক-জুবায়ের, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ইছাহাক হোসেন, সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফফার, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার ঘোষ, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শপালা খাতুন সহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ, কর্মকর্তাগন, কৃষকগন, সূধীজন প্রমূখ।
উক্ত কর্মসূচীতে উপজেলার ১ হাজার ৫০ জন কৃষকের প্রতিজনকে ৫ কেজি বোরো বীজ, ২০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও সব্জি বীজ লাল শাক, মুলা শাক, পালং শাক ও মিষ্টি কুমড়ার বীজ প্রদান করা হয়। এবাদে আরো ৩৩০ জন কৃষককে ২০ কেজি করে গমের বীজ সহ একই ভাবে সার ও সব্জি বীজ এবং ২০ জন কৃষককে ভুট্টা বীজ সহ একই ভাবে সার ও সব্জি বীজ প্রদান করা হয়।