বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন আন্তর্জাতিক ভাবে স্বীকৃত হওয়ায় কসবায় নানা কর্মসূচীর প্রস্তুতি

ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্ব প্রামান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষে কসবায় আনন্দ শোভাযাত্রা ও নানা অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতিমূলক সভা গতকাল সোমবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
সভায় আগামী ২৫ নভেম্বর  কসবা পৌর এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষদের নিয়ে বর্ণিল শোভাযাত্রা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এ ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনের রেকর্ড প্রচার ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন, সমাবেশ ও ওরা এগারজন নামক চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। প্রস্তুতি সভায় আলোচনা করেন:  সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, কসবা টি.আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.তাফাজ্জল হোসেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো.শহীদুল্লাহ, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহাম্মদ,উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো.আবু ইউসুফ ভূইয়া, কসবা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়েশা খাতুন, বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূইয়া, উপজেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি পিযুষ কান্তি রায় ও ইমাম প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো.জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.