সময়ের প্রয়োজনে আরো নতুন ৩ টি ব্যাংক এর অনুমোদন

টিআইএন॥ সময়ের প্রয়োজনে আরো ৩টি ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার। দেশে বিদ্যমান ৬৩ টি ব্যাংকের মধ্যে নতুন আরো তিন ব্যাংকের অনুমোদন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।                                                                                 muhit chacha
গত সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে। তারপরও প্রচুর অঞ্চল ব্যাংক সেবার বাইরে রয়েছে। এছাড়াও নতুন নতুন অর্থনৈতিক অঞ্চল হচ্ছে আর এসবের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্যই নতুন আরো ৩ টি ব্যাংকের অনুমোদন দিতে যাচ্ছে সরকার।
অর্থমন্ত্রী আরো বলেন, অনেকগুলো ব্যাংক একীভূত (মার্জ) করার চেষ্টা চলছে। এ ছাড়া ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে সরকার কাজ করছে এবং আর্থিক ব্যবস্থাপনায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.