ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনের আউটার সিগনালের কাছে রেলওয়ে লাইনে ট্রেনে কাটা পড়ে মনসুর (১৩) নামক এক ভারতীয় শিশুর প্রানহানী ঘটেছে। ঘটনার পর ভারতীয়রা শিশুটির লাশ ভারতে নিয়ে যায়।
প্রকাশ গতকাল (৩০ নভেম্বর) সকাল ৯ টায় ঢাকাগামী উপকুল এক্সপ্রেসের নিচে কাটা পড়ে শিশু মনসুর অকাল মৃত্যু ঘটে। দূর্ঘটনার সময় শিশুটি হেডফোন লাগিয়ে রেল লাইনে দাড়িয়ে গান শুনছিলো। নিহত শিশু রাকিব মিয়া ওরফে মনসুর ভারতের ত্রিপুরা রাজ্যের মিয়া পাড়া গ্রামের জাকির হোসেনের পূত্র। স্থানীয়রা জানায়; প্রতিদিন ভারতীয় লোকজন কসবায় আসা যাওয়া করে। রেল লাইন দিয়ে হাঁটার সময় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় বিজিবি কমান্ডার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ওই সময় বিজিবি টহল পার্টি কসবা রেলওয়ে স্টেশনে ছিলো।