প্রবাসীরা যেন হয়রানির শিকার না হয়…প্রধানমন্ত্রী

টিআইএন॥ কূটনীতিকদের অনুরোধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  ‘প্রবাসীরা যেন হয়রানির শিকার না হয় সেটি আপনারা দেখবেন। এদেশের মাটি অস্ত্র চোরাচালানের রাস্তা হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

provasira hoiranir sekar na hoi
গত রোববার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁও-এ  আয়োজিত দূত সম্মেলনে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ সম্মেলনের আয়োজন করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘অপপ্রচারের কারণে যেন দেশের অগ্রগতি ব্যাহত না হয়। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের বিরুদ্ধে অহেতুক অপপ্রচার হয়। এর পেছনে আছে স্বাধীনতা বিরোধীরা।’ তিনি বলেন, ‘বিদেশে যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী ও বিভিন্ন এজেন্সির চালানো পরিকল্পিত অপপ্রচার মোকাবিলায় বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে তৎপর হতে হবে।’ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন,  ‘দেশের মানুষ ভোট দিলে ক্ষমতায় আসবো, না দিলে আসবো না। আগামী নির্বাচনে জয় আসুক বা না আসুক, উন্নয়নের ধারাবাহিকতা ব্যাহত হবে এমন কিছু যেন না হয়।’

Leave a Reply

Your email address will not be published.