ভজন শংকর আচার্য্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষন ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার” এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্ব প্রামান্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনের প্রেক্ষিতে কসবা উপজেলা প্রশাসন নানা অনুষ্ঠানাদির মধ্য দিয়ে পালিত হয়েছে। অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, পরস্কার বিতরন ও মুক্তিযুদ্ধ বিষয়ক ওরা ১১জন চলচ্চিত্র প্রদর্শনী।
গতকাল শনিবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আইয়ুব আলী ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.শহীদুল্লাহ,কসবা টি.আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো.তাফাজ্জল হোসেন,বিনাউটি ইউপি চেয়ারম্যান এডভোকেট মো.ইকবাল হোসেন, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি মো.আবু ইউছুফ ভূইয়া,উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহাম্মদ। কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন; শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী প্রাপ্তি প্রমুখ।
পরে উপজেলা শিল্পকলা একাডেমীর সংগীত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন এবং রবিন নৃত্য একাডেমী নৃত্য পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধুৃর ৭ মার্চের ভাষন নিয়ে আয়োজিত রচনা প্রতিযোগিতায় ‘ক’ ও ‘খ’ গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।