ইমানুল ইসলাম॥ ঢাকা থেকে চট্রগ্রাম এবং চট্রগ্রাম থেকে ঢাকা ট্রেন ষ্টপেজ এখন কসবায়। আমরা কসবা বাসি চিরতরে সব সময়রে জন্য ঋনি-কসবা আখাউড়ার উন্নায়নের মহাকবি বর্তমান কসবা-আখাউড়ার নির্বাচিত সংসদ সদস্য-ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর কাছে।
প্রিয় নেতা প্রিয় অভিভাবকের কাছে বেশ কিছুদিন দরেই, কসবা পৌরসভার সম্মানীত-মেয়র জনাব এমরান উদ্দিন জুয়েল ও কসবা উপজেলা ছাত্রলীগের সম্মানীত সভাপতি মো:-মনির হোসেন ভাই ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন ভাই কে নিয়ে প্রিয় অভিভাবকের কাছে কসবার সকল সম্মানীত মানুষের প্রানের দাবী ও সম্মানীত যাত্রীদের কথা চিন্তা করে মহানগড় এক্সপ্রেস ট্রেনের দাবি করে এসেছি।
আলহামদুলিল্লাহ আজকে প্রিয় নেতা, প্রিয় অভিভাবক আমাদের কে বলেছেন তোমাদের মহানগড় এক্সপ্রেস অর্ডার হয়েগেছে ১৫টি সিট নিয়ে। কসবাবসীর দীর্ঘদিনের দাবীগুলো একের পর এক পুরন করে যাচ্ছেন যুগের প্রয়োজনে চাহিদার যোগানে। এক এক করে সকল দাবি পুরণের মধ্যদিয়ে জনমানুষের হৃদয়ে পাকাপোক্ত আসন গেড়েছেন তেমনি করে নৌকার মাস্তুলে বিজয়ের বিজয়ী নিশান উড়িয়ে যাচ্ছেন এমনকি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মহাসড়কের দ্বারপ্রান্তে পৌছে দিয়ে যাচ্ছেন এক মহাকালের ইতিহাসকে।