যুক্তরাজ্যের এমপি অব দ্য ইয়ার

আন্তর্জাতিক ডেক্স॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক লেবার নিউকামার এমপি অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন। যুক্তরাজ্যের প্যাচওয়ার্ক ফাউন্ডেশন তাঁকে এই খেতাব দিয়েছে। হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ের হাত থেকে সম্প্রতি টিউলিপ এই পুরস্কার গ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য জানিয়ে পোস্ট দিয়েছেন টিউলিপ সিদ্দিক।                                                                                                                                                 tulip r siddik
এদিকে ঢাকায় পৌঁছেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটেনের লেবার পার্টি থেকে নির্বাচিত এমপি টিউলিপ সিদ্দিক। স্বামী ক্রিস পার্সিকে নিয়ে লন্ডন থেকে বিমানের একটি ফ্লাইটে গত সোমবার দুপুরে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি।
বিমানবন্দর থেকে সরাসরি ভাই রেদওয়ান মুজিব সিদ্দিকীর বাসায় গেছেন টিউলিপ। বিকালে তার গণভবনে যাওয়ার কথা রয়েছে।
ঢাকার পথে সিলেটে দেড় ঘণ্টা যাত্রাবিরতি ছিল টিউলিপের ফ্লাইটের। সেখানে সিলেটের সুধীজন ও আওয়ামী লীগ নেতারা তাঁর সঙ্গে দেখা করেন। টিউলিপের মা শেখ রেহানাও ছিলেন সেখানে। যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর।

Leave a Reply

Your email address will not be published.