কসবায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত

ভজন শংকর আচার্য্য কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছে। গত সোমবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চৌকিঘাট এলাকার বটতলী নামক স্থানে ১০/১৫ জনের একটি সংঘবদ্ধ দল ডাকাতি কালে এলাকাবাসী ধাওয়া দিয়ে তাদের দু’জনকে ধরে গনপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু ঘটে। বাকিরা পালিয়ে যায়। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’জনের মৃতদেহ উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।                                                                                                                                                                                                 death dakat in gopinatpur
পুুলিশ ও এলাকাবাসী জানায়, গত সোমবার রাত প্রায় ১০ টার সময় উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের চৌকিঘাট এলাকার বটতলী নামক স্থানে ডাকাত দল গাড়ি থামিয়ে ডাকাতিকালে যাত্রীদের চিৎকারে এলাকার লোকজন লাঠি সোঠা নিয়ে ডাকাতদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার সময় দুজনকে ধরে গনপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যায়। খোঁজ নিয়ে জানা যায় নিহত  দুজনের  বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ এলাকায়। একজন গোপিনাথপুর ইউপি’র রাজনগর এলাকার প্রবাসী খায়ের মিয়ার বাড়িতে ভাড়া থাকত। জানা যায় তার নাম কুদরত আলী (৩৫)। অপরজন সীমান্তবর্তী বাগানবাড়ি গ্রামে বসবাস করতো। তার নাম জানা যায়নি। ঘটনার পর পর গভির রাতে নিহত দুজনের স্ত্রী গা ঢাকা দেয়। পুলিশ গতকাল (২৮ নভেম্বর) সকালে নিহত দু ডাকাতের লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠালে ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে লাশ গ্রহন করতে কেউ আসেনি।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন  জানায়; এসকল ডাকাতদের সাথে স্থানীয় একটি চক্র জড়িত রয়েছে। এ বিষয়ে ব্যাপক তদন্ত কার্যক্রম চলছে। উল্লেখ্য গত কিছুদিন যাবত কসবা উপজেলার গোপিনাথপুর ও বিনাউটি এলাকায় বেশ কটি ডাকাতি সংঘটিত হয়েছে। গত ২১ অক্টোবর বিনাউটি ইউনিয়নের টিঘরিয়া নামক স্থানে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সাদ্দাম হোসেন (২৫) নামক এক কুখ্যাত ডাকাত নিহত  হয়েছে। ডাকাত আতংকে উপজেলার বিভিন্ন গ্রামে গ্রামবাসী নিজেরাই রাত্রিকালীন পাহাড়ার ব্যবস্থা করেছে।

Leave a Reply

Your email address will not be published.