আমীন॥ ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐত্যিকে একনজরে সারমর্মাকারে তুলে ধরা হলো। যে জেলার গর্ব না করলেই নয়। যা নিয়ে গঠিত এই জেলা। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালের ১৫ই ফেব্রুয়ারি। এ জেলার পূর্ব নাম ছিল নাসিরনগর। জেলার আয়তন ১৮৮১.২০ বর্গকিলোমিটার। আয়তনে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে ৩৬ তম। জেলায় বসবাসকারী জনসংখ্যা প্রায় ২৯৫৩২০৯ জন (আদমশুমারী ২০১১)। যেখানে প্রতি বর্গকিলোমিটারে লোক বাস করে ১৫১০ জন ( আদমশুমারী২০১১)। ব্রাহ্মণবাড়িয়া জেলা ৯ টি উপজেলা নিয়ে গঠিত। যেমন-সদর, আখাউড়া, কসবা, বাঞ্ছারামপুর, সরাইল, নবীনগর, বিজয়নগর, নাসিরনগর ওআশুগঞ্জ। সর্ববৃহৎ উপজেলা নবীনগর, যার আয়তন ৩৫০বর্গকিলোমিটার এবং ক্ষুদ্রতম উপজেলা আশুগঞ্জ ,যার আয়তন৬৭ বর্গকিলোমিটার। এই জেলায় পৌরসভা ৫টি, ইউনিয়ন ১০০টি, গ্রাম১৩২৩টি। জেলার স্বাক্ষরতার হার ৪৫.৩%। স্বাক্ষরতা আন্দোলনের নাম প্রদীপ্ত। জেলার উল্লেখযোগ্য নদী হলো -তিতাস, সালদা ও মেঘনা। জেলার সংসদীয় আসন সংখ্যা ৬টি। আসন নং ২৪৩-২৪৮। মহান মুক্তিযুদ্ধের সময় জেলাটি ২ নং সেক্টরের অধীনে ছিল। ১৯৭১ সালের ৮ ই ডিসেম্বর জেলা টি হানাদার মুক্ত হয়।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post