আন্তর্জাতিক ডেক্স॥ দিল্লীর রাজনীতির অন্দরে এখন জোর আলোচনা কংগ্রেসের কার্যকরী সভাপতি বা সভানেত্রী কে হবেন? অনেক দিন ধরেই মনে করা হচ্ছে রাহুল গান্ধীই হবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি। মাঝে মাঝে কংগ্রেসের তরুণ ব্রিগেড এই দাবিতে সোচ্চারও হয়েছে। কিন্তু বর্তমান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী চাইছেন কার্যকরী সভাপতি হিসেবে মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে। কংগ্রেসের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে কয়েকজন প্রবীণ নেতাকে এমনই প্রস্তাব দিয়েছেন সোনিয়া গান্ধী। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ প্রবীণ নেতারা কংগ্রেস সভানেত্রীর এই প্রস্তাবকে সমর্থন করেছেন। ফলে সোনিয়া গুরুত্ব সহকারেই বিষয়টি ভাবছেন। গত ৮ই আগষ্ট ‘ভারত ছাড়ো’ আন্দোলনের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান নিয়ে আলোচনা করার জন্যই কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠক বসেছিল। সেই বৈঠকে হাজির ছিলেন না কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। সেখানেই সোনিয়া বলেছেন, আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসকে ভাল ফল করতে হলে তরুণ মুখ তুলে ধরতে হবে। সে কারণেই প্রিয়াঙ্কাকে কার্যকরী সভানেত্রী করার কথা ভাবছেন তিনি। আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে। কয়েক বছর ধরেই প্রিয়াঙ্কা গান্ধীকে আনুষ্ঠানিকভাবে কোনও পদ দেওয়ার দাবি করছেন কংগ্রেস নেতা-নেত্রীরা। প্রিয়াঙ্কা অবশ্য এখনও পর্যন্ত নিজেকে রাহুল ও সোনিয়ার কেন্দ্র আমেথি ও রায়বেরেলিতেই সীমাবদ্ধ রেখেছেন। অনেক প্রবীণ কংগ্রেস নেতা মনে করেন, প্রিয়াঙ্কার মধ্যে প্রয়াত ইন্দিরা গান্ধীর আদল রয়েছে। তাকে কংগ্রেসের মুখ হিসেবে তুলে ধরলে দলেরই ভাল হবে। তবে প্রিয়াঙ্কা এ ব্যাপারে কতটা আগ্রহী সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। অন্যদিকে রাহুল গান্ধী কংগ্রেসের মুখ হিসেবে দেশ চষে বেড়ালেও তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে খোদ কংগ্রেসের অন্দর মহলে। তাই সোনিয়ার প্রস্তাব কংগ্রেসের নীচু তলায় সাড়া ফেলেছে।
Share on Facebook
Follow on Facebook
Add to Google+
Connect on Linked in
Subscribe by Email
Print This Post