ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ গতকাল (১৫ ডিসেম্বর) থেকে মহানগর এক্সপ্রেস ট্রেন কসবা রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতী শুরু করেছে। এ উপলক্ষে কসবা রেলওয়ে স্টেশনে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা, গণসমাবেশ, সংগীতানুষ্ঠান ও ফুল দিয়ে যাত্রীদের শুভেচ্ছা জানানো হয়। বিকেল সাড়ে ৩ টায় পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। মন্ত্রী হাজার হাজার জনতার উদ্যেশ্যে বলেন; আপনাদের আমি মন দিয়ে ভালোবাসি । তাই বিজয়ের মাসে আপনাদের জন্য অনেক তদবীর করে রেলওয়ে মন্ত্রী মুজিবুল হকের বদান্যতায় এ উপহারটুকু এনেছি। তিনি বলেন; স্টেশনের পরিবেশ সুরক্ষার দায়িত্ব আপনাদের সকলের। কেউ টিকিট নিয়ে দুর্নীতি করলে, আমার জনগনকে কষ্ট দিলে কাউকে ছাড় দেয়া হবে না। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ; আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক এডভোকেট রাশেদুল কাউসার জীবন, পৌর কাউন্সিলর আবু জাহের, ছাত্রলীগ সাধারন সম্পাদক মো.আফজাল হোসেন রিমন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী,কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো.সোলেমান খান, সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন সহ এলাকার শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেনি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এর পূর্বে মন্ত্রী উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের তত্ত্বাবধানে ৯২ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত উপজেলা পরিষদ মিলনায়তন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। তাছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের তত্বাবধানে দু:স্থ মানুষের মাঝে ঢেউটিন বিতরন করেন। তাছাড়া কসবা পৌর মুক্তমঞ্চে এলাকার অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করেন।