ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ গত রোববার সন্ধ্যায় উপজেলার বাদৈর ইউনিয়নের বাদৈর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর । মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তাদের বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। পুলিশ গতকাল গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠিয়েছে।
জানা যায়, গত রোববার সন্ধ্যায় বাদৈর ইউনিয়নের বাদৈর গ্রামের মধ্যপাড়া আমিন মাষ্টারের বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা ইসলামের নেতৃত্বে অভিযান চালায় জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় ৩ কেজি গাজা সহ ৩ জনকে গ্রেফতার করে কসবা থানায় সোপর্দ করে অধিদপ্তর। গ্রেফতার কৃতরা হলো বাদৈর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে মো.ওয়াহাব মিয়া (৬০), পুতুল বেগম (৪৫) ও হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দক্ষিন যাত্রা গ্রামের আবু জাহের মিয়া পুত্র বাবুল মিয়া (৩০) । তাদের বিরুদ্ধে কসবা থানায় মাদক বিরোধী আইনে মামলা করেন মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে গতকাল গ্রেফতার কৃতদের বাহ্মণবাড়িয়া আদালতে পাঠিয়েছে পুলিশ।