জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল ওআইসি

আন্তর্জাতিক ডেক্স॥ চিমটি দিলে খামচি খেতে হয় তা সকলেরই জানা কিন্তু জানা ছিলনা আমেরীকার সীংহাসনারোহী বরপুত্র বাগারম্বরকারী বিশ্বাজ্হানী জনাব ট্রাম্পের।  তবে জানান দেয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দ উঠে পড়ে লেগেছিল। আর সেই ফলশ্রুতিতেই পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে মুসলিম বিশ্বের বৃহত্তম জোট অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে। jeroalam decleared filistini capital oic
সম্মেলনে বৈঠক শেষে এই সিদ্ধান্তে উপনীত হন ওআইসি’র দেশগুলো। এর আগে পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট। মুসলিম বিশ্বের বৃহত্তম জোটের এই শীর্ষ সম্মেলনে সংস্থার বেশিরভাগ সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদও এতে যোগ দিয়েছেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকবে না। তিনি বলেন, তাঁর দেশের মানুষ শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা থাকুক তা চায় না। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এর্দোগান আরব দেশের নেতাদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর বার্তা দেয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পূর্ব জেরুজালেমকে পিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার আহ্বান জানান তিনি।
৫৭টি দেশের জোটের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ‘কঠোর বার্তা’ দেয়া হবে বলে জানিয়েছেন আয়োজক দেশ তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু৷
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেছেন, কিছু আরব দেশ জেরুসালেম ইস্যুতে জোরালোভাবে কোনো সাড়া দিচ্ছে না। তুরস্ক বলছে, ট্রাম্পের এই সিদ্ধান্ত পুরো বিশ্বকে এমন এক সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ঠেলে দেবে, যেখান থেকে উদ্ধারের কোনো উপায় থাকবে না।
ওআইসি-এর ঘোষণায় আসতে পারে- যে কোনো মুসলিম দেশকে জেরুসালেম ইস্যুতে আপোস করা চলবে না। ইসরায়েলিদের জেরুসালেম নিয়ে এমন কূটকৌশল ব্যর্থ করতে মুসলিম বিশ্বের আন্তরিক চাপ অব্যাহত রাখতে হবে। জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা এবং এ সংক্রান্ত সব ধরনের সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করতে হবে মুসলিম দেশগুলোকে।

Leave a Reply

Your email address will not be published.