তথ্যপ্রযুক্তি সব স্তরে বাধ্যতামূলক করা হবে: জয়

ফিউনা॥ তথ্যপ্রযুক্তি প্রাথমিকসহ সব স্তরে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এজন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে বলেও জানান তিনি।     mendatory ict in all class
গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে ডিজিটাল ওয়ার্ল্ডের সেমিনারে তিনি এ কথা বলেন। সজীব ওয়াজেদ জয় বলেন, আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশের মানুষের জন্য উন্নয়নের নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সে লক্ষ্যেই সরকার বেসরকারি খাতকে সঙ্গে নিয়ে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে কাজ করছে। কনফারেন্সে ভুটান, মালদ্বীপ, কম্বোডিয়াসহ পাঁচ দেশের মন্ত্রী ও সাত দেশের প্রতিনিধিরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published.