প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন

তাজুল ইসলাম নয়ন॥ ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু সংক্রান্ত ওয়ান প্লানেট শীর্ষ সম্মেলন শেষ গত বৃহস্পতিবার ১৪/১২/১৭ইং তারিখ প্রধান মন্ত্রী দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেট এয়ারলাইন্সের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করেন।  law minister anisul hq
ফরাসি প্রেসিডেন্স ইমানুয়েল মাখো এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমের আমন্ত্রণে এই সামিটে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত সোমবার তিনি প্যারিসে যান এবং গম মঙ্গলবার তিনি ঐ সম্মেলনে যোগদান করেন। যেখানে ১০০টি দেশের নেতা এবং বেসরকারি সংস্তা, ফাউন্ডেশন এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নেন।
সম্মেলন ছাড়াও প্রধানমন্ত্রী প্যারিসে প্রবাসী বাংলাদেশেীদের এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। গত মঙ্গলবার তিনি প্রেসিডেন্ট প্রসাদে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষৎ করেন। ফরাসি তেল কোম্পানী টোটালের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ফিলিপ সকেট এবং ফরাসি এয়ারোস্পেস কোম্পানী থেলসের সিনিয়র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মার্টিন ভ্যান শায়েক একই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর এই সফর ফলপ্রসু হয়েছে বলে তিনি এবং তাঁর সফরসঙ্গিরা আমাদের প্রতিনিধিকে জানিয়েছেন। ফরাসী কোম্পানীই আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট তৈরী করেছে যা এখন উৎক্ষেপনের অপেক্ষায়। বাংলাদেশ এবং ফরাসি বানিজ্যের প্রসার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এটাই হোক আমাদের লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published.