কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

ভজন শংকর আচার্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষলগ্নে বিজয়ের ঠিক দুদিন আগে পাক হানাদার বাহীনি পরাজয় নিশ্চিত জেনে দেশের একঝাক মেধাবী সম্পদকে নির্মমভাবে মেরে ফেলতে হত্যাযজ্ঞে মেতে উঠেছিলো। সেই দিনটি ১৪ ডিসেম্বর-১৯৭১। আমরা বুদ্ধিজীবি দিবস হিসেবে পালন করি। কুলাংগাররা চেয়েছিলো দেশকে মেধাশুন্য করতে। সেই দিন এ দেশের বহু বুদ্ধিজীবি, সাংবাদিক, সাহিত্যিক সহ খ্যাতনামা ব্যক্তিদেরকে হত্যা করে । গতকাল (১৪ ডিসেম্বর) বৃহস্পতিবার কসবা জেলা পরিষদ অডিটরিয়ামে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন উপজেলা চেয়ারম্যান বীর মু্িক্তযোদ্ধা এডভোকেট আনিুসল হক ভূইয়া।
উপজেলা প্রশাসন আয়োজিত ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন:  ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহ্বায়ক এমজি হাক্কানী, আলহাজ্ব রুহুল আমিন ভ’ইয়া বকুল, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.জাফর আহাম্মদ, যুব উন্নয়ন অফিসার হাসিনুর রহমান তালুকদার, কসবা টি.আলী ডিগ্রী কলেজ অধ্যক্ষ মো.তাফাজ্জল হোসেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তাগন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা।
অপরদিকে গতকাল (১৪ডিসেম্বর) সকালে দিবসটি পালনে আয়োজন করে উপজেলার ঐতিহ্যবাহী শিশুশিক্ষা প্রতিষ্ঠান সিডিসি (চিলড্রেন ডেভেলপমেন্ট সেন্টার)। সিডিসি পরিচালক ও সিডিসি অধ্যক্ষ মো.সোলেমান খানের সভাপতিত্বে ও সাংবাদিক অলিউল্লাহ সরকার অতুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন; কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, ওডিপি চেয়ারম্যান মো.আজিজুল ইসলাম বাচ্চু, কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নাজমুল হক সজল, সিডিসি শিক্ষক মো.নাসির উদ্দিন, শিক্ষিকা নাসরীন আক্তার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী-অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.