ভজন শংকর আচার্য্য,কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ সবাই মিলে গড়বো দেশ’ দূর্নীতি মুক্ত বাংলাদেশ- এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার (৯ ডিসেম্বর) সকালে কসবা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যেগে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস নানা কমসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আলমগীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো.আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন: উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তার, কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.মনিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা রুবা, খাড়েরা ইউপি চেয়ারম্যান মো.কবির আহাম্মদ খান, কসবা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.সোলেমান খান, ওডিপি কেন্দ্রিয় কমিটির সভাপতি মো. আজিজুল ইসলাম বাচ্চু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.মনির হোসেন ও পৌর কাউন্সিলর মো.আবু জাহের। কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মুন্সী রুহুল আমিন টিটু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কসবা প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক মো.সোহরাব হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো.লোকমান হোসেন পলা।