আজ বিজয় দিবস। অত্যান্ত আনন্দের। কিন্তু এই দিবসটি পেতে আমাদের বিসর্জন দিতে হয়েছে ত্রিশ লক্ষ শহীদের এবং ২.৫০ লক্ষ্য সম্ভম হারানো মা বোনের ইজ্জতের। আমি সর্বপ্রথমে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং ত্রীশ লক্ষ্য শহীদানকে ও ২ লক্ষ্য ৫০ পঞ্চাশ হাজার সম্ভম হারানো মা বোনকে।
বিজয়ের আনন্দে যেন আমরা ভুলে না যাই তাঁদের সেই ত্যাগ ও তিতিক্ষা। তাঁদের সেই ত্যাগকে মহিমান্বিত এবং গৌরবান্বিত করতে সদা সচেষ্ট থেকে নিরলসভাবে কাজ করে যাব জননেত্রী, বিশ্ব মানবতার মা এবং বিশ্বের সৎ রাষ্ট্রনায়কদের তৃতীয় ও কর্মঠ রাষ্ট্রনায়কদের তৃতীয় এমনকি বিশ্বনেতৃত্বের প্রথম সারির ১০ জনের একজন আমার নেত্রী শেখ হাসিনার নির্দেশনায়।
আপনাদের সঙ্গে থেকে এবং সঙ্গে নিয়ে এগিয়ে যাব আগামীর উন্নত ও উন্নয়নশীল দেশের মর্যাদার শিখরে। কসবা ও আখাউড়াকে নিয়ে যাব সার্বিক উন্নয়নের গতি ধারায় ১ম সারির কাতারে। আসছে ২০১৮ সালের ডিসেম্বর এর নির্বাচন; এই বিজয়ের ধারাবাহিতায় এগিয়ে নিয়ে যাব শেখ হাসিনার নৌকাকে। বিজীত নৌকা নিয়ে আপনাদের বার্তা আমি পৌছে দিব আপনার এবং আমার প্রাণের নেত্রী শ্রেখ হাসিনার কাছে। সকলের সাম্য এবং ভ্রাতৃত্ববোধ অব্যাহত রেখে এগিয়ে যাব আগামীর তরে। হানাহানি ও মতভেদ ভুলে গিয়ে নৌকার তরে এগিয়ে যাব এই প্রত্যাশায় আপনাদের মঙ্গল কামনা করি, পাশাপাশি সালাম ও দীর্ঘায়ু কামনা করে শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে বিদায়, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু জয় হউক আমাদের আগামীর পথচলার।