ইসরাত জাহান লাকী॥ সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মহান বিজয় দিবস উপলক্ষ্যে আজ শনিবার ভোর ৬টা ৩৫মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর বিরোধী দলীয় নেতা এবং কুটনৈতিক ক্যুরের অতিথিরা শ্রদ্ধা জানান। অতিথিদের শ্রদ্ধা জানানোর পর সম্মানীতজন, শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, বিভিন্ন সংগঠনের নেতা তারপর সর্বস্তরের জনসাধারণের জন্য শ্রদ্ধা জানানোর ব্যবস্থা উন্মুক্ত করা হয়।