তাজুল ইসলাম নয়ন॥ এদিনেই জাতির বিবেক ও মাথাগুলিকে বেছে বেছে হত্যা করেছিল যাতে এই সদ্য ভুমিষ্ট হতে যাওয়া বাংলাদেশ আর সামনে এগুতে না পারে। তাদের সেই উদ্দেশ্য কিছুটা হলেও সফল হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে।
কিন্তু বাঙালী জাতী ঘুরে দাড়িয়েছিলো সেদিন, যেদিন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনা দেশে ফিরে এসে বাংলাদেশ আওয়ামী লীগ এর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলো। সেদিন তাকে এই নেতৃত্ব দিয়েছিলো এদেশের সকল স্তরের স্বাধীনতার পক্ষের শক্তির ধুকতে থাকা মানুষগুলি। আজ তিনি সেই দায়িত্বের সুফল ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। নিয়ে যাচ্ছেন এগিয়ে সমান্তরালে সম্মানের চূড়ান্ত শীরে। দেখিয়ে দিচ্ছেন সেই শহীদদের রক্ত ও ত্যাগ বৃথা যায়নি।
তোমাদের সকলকে শ্রদ্ধাভরে স্মরন করি এবং তোমাদের রেখে যাওয়া অসমান্ত কাজের দায়িত্ব বর্তমানে বহন করে যাওয়া মানুষগুলোসহ সকলকে বিন¤্র শ্রদ্ধ ও নিরন্তর হৃদয়ের গভীরের ভালবাসা।
এগিয়ে যাচ্ছে দেশ, বুদ্ধিজীবি হত্যার নিরব প্রতিশোধ এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ এক নতুন দিগন্তের উচ্চাসনের চুড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে।