অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ, তুরস্কের দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর

ইসরাত জাহান লাকী॥ অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে ঢাকা ও আঙ্কারা দু’টি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এই দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের নেতৃত্ব দেন। mou sighn with torisko and bd
দু’টি সমঝোতা স্মারকের একটি হচ্ছে পণ্যের মান নিয়ন্ত্রণে সহযোগিতা প্রদান এবং অপরটি হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে সহযোগিতা বৃদ্ধি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন এসএমই ফাউন্ডেশন অব বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম ও কেওএসজিইবি’র (তুরস্কের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন সংস্থা) প্রেসিডেন্ট প্রফেসর ড. গভাহির উজকার্ট।
অন্যদিকে পণ্যের মান নিয়ন্ত্রণ সহযোগিতা বিষয়ক স্মারকে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের মহাপরিচালক সরদার আবুল কালাম ও তুরস্কের স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশনের প্রেসিডেন্ট সেবাহিট্টিন কোরকনাজ স্বাক্ষর করেন।

Leave a Reply

Your email address will not be published.