রংপুর থেকে আওয়ামীলীগ শিক্ষা নেবে : আইনমন্ত্রী

law minister a hqইমানুল ইসলাম॥ রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী নির্বাচনগুলোতে কিভাবে বিজয়ী হওয়া যায় রংপুর থেকে আওয়ামী লীগ সে শিক্ষা নেবে।
গত শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সোনালী ব্যাংকের বুথ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যাত্রীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে আখাউড়া স্থলবন্দরে সপ্তাহে সাতদিনই খোলা থাকবে সোনালী ব্যাংকের বুথটি। এখন থেকে এ বুথে সরকারি ছুটির দিনেও যাত্রীরা ভারত ভ্রমণ কর পরিশোধ করতে পারবেন।
খালেদা জিয়ার উকিল নোটিশ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আইনি প্রক্রিয়াতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব দেয়া হবে এবং সেটি হবে যথাযথ।
তিনি বলেন, আমরা রাস্তা ঘাটে এটা করেছে, ওটা করেছে বলব না। খালেদা জিয়ার দুর্নীতির খবর আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আমরা সে কথাই বলেছি। জনগণের কাছে জবাব দিতে খালেদা জিয়া যেন প্রস্তুত থাকেন।
জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এ. এফ.এম শাহরিয়ার মোল্লা, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহ আলী, সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মোখলেছুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.