স্বজনহারাদের পাশে সারাজীবন থাকবেন নওফেল

ফয়সল, চট্টগ্রাম প্রতিনিধি॥ : চট্টগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলকানিতে পদদলনে নিহতের ঘটনায় স্বজনহারাদের পাশে সারাজীবন থাকবেন বলে জানিয়েছেন মহিউদ্দীনের জ্যেষ্ঠ ছেলে ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
নিহতদের মৃতদেহ সৎকারের কাজ তদারকিতে নগরীর বলুয়ার দীঘির মহাশ্মশানে সোমবার দিবাগত রাতে উপস্থিত ছিলেন তিনি। নিহত ১০ জনের মধ্যে বলুয়ার দীঘির মহাশ্মশানে রাতেই সৎকার করা হয় লিটন ভট্টচার্য, ঝন্টু দাস, সুধীর দাসের শবদেহ।  nowfel promis with death family
এ সময় স্বজনহারা পরিবারের উদ্দেশ্যে নওফেল বলেন, সারাজীবন আমাদের পরিবার আপনাদের পাশে থাকবে। আমরা যখন বাবাকে হারিয়েছি আপনারা তখনই আপনাদের স্বজনকে হারিয়েছেন। তাই আজ হতে আমরা একই পরিবারের অংশ হয়ে গেলাম। আপনাদের পরিবারের সন্তানেরা আজ হতে আমাদের ভাই বোন। নতুন প্রজন্মের এই সব সন্তানদের উজ্জল ভবিষ্যৎ এর জন্য আমাদের পরিবার তাদের দেখভাল করবে। নগর ছাত্রলীগের ব্যবস্থাপনায় সন্তানদের লেখাপড়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে আমাদের পরিবার।
মহিউদ্দীন পুত্র জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মর্মান্তিক এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। দুইদিন পর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের চট্টগ্রাম এসে ক্ষতিগ্রস্ত সব পরিবার ও সদস্যদের সাথে দেখা করবেন।
তিনি আরো বলেন, আমরা চট্টগ্রাম শহরে আছি। যখন যখানে যেভাবে প্রয়োজন আপনারা আমাদের পাশে পাবেন। সন্তানদের উজ্জল ভবিষ্যৎ কামনা ও তাদের প্রতিষ্ঠিত হবার জন্য আমরা সবসময় পাশে থাকব।
নিহতদের মৃতদেহ সৎকারের কাজ তদারকিতে নগরীর বলুয়ার দীঘির মহাশ্মশানে রাতভর মহিউদ্দিনের কণিষ্ঠ পুত্র বোরহানুল হাসান চৌধুরী সালেহীনও উপস্থিত ছিলেন। এসময় নিহতদের পরিবারের উপস্থিত সদস্যবর্গ মহিউদ্দীন পুত্রদ্বয়কে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। পুরো শ্মশান জুড়ে নিমিষেই এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বুদ্ধ দাস, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইফতেখার সাইমুন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক দেবাশীষ গুহ বুলবুল, উপদপ্তর সম্পাদক ও নগর কাউন্সিলর জহুর লাল হাজারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.