কসবায় বৃহত্তর কুমিল্লা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা শুরু

ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের দুই দিন ব্যাপী প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল সোমবার (১৮ডিসেম্বর) কসবা সরকারী উচ্চ বিদ্যালয়ে শুরু হয়। উপজেলায় মোট  তিনটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। গতকাল সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো.সোলেমান খান, পরীক্ষা নিয়ন্ত্রক মো.আবুল কালাম আজাদ, প্রকৌশলী মো.জয়নাল আবেদীন। এসময় সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি মো.জয়নাল আবেদীন।
উল্লেখ্য বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর অধীনে দুই দিন ব্যাপী পরীক্ষায় তিন জেলার মোট ১৭ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে বৃহত্তর কুমিল্লা জেলার বিভিন্ন স্কুলের প্রথম শ্রেনি থেকে পঞ্চম শ্রেনি পর্যন্ত মোট ৪ হাজার ৫শত ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহন করে।
বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো.সোলেমান খান জানান; এ বৃত্তি হচ্ছে বৃহত পরিসরে শিশুদের মেধাবিকাশে পড়াশুনায় আগ্রহ তৈরি করা। এখানে বৃত্তি পাওয়াটা বড় কথা নয়। এ পরীক্ষায় অংশগ্রহনের মাধ্যমে সকল কোমলমতি শিশুদের মনে স্বপ্ন তৈরির উন্মুক্ত প্রচেষ্টা মাত্র। বিগত ২১ বছর যাবত বৃহত্তর কুমিল্লা জেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশন বৃত্তির মাধ্যমে শিশুদের মেধাবিকাশে আন্তরিকতার সহিত কাজ করছেন।
ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ তারিখ : ১৮/১২/২০১৭ ইং।
কসবায় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত
ভজন শংকর আচার্য, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥ নিরাপদ অভিবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে-এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জোবাইদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান মানিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রওশন আরা, উপজেলা মৎস্য কর্মকর্তা দেওয়ান মোঃ নজরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মোঃ মবিবুল হক ভূইয়া, মেডিকেল অফিসার ডাঃ রৌশন আরা, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মোঃ ফজলুল হক, উপজেলা প্রকৌশলী কার্যালয়ের হিসাবরক্ষক মোঃ নজরুল ইসলাম ও কসবা প্রেসক্লাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা।

Leave a Reply

Your email address will not be published.