কারচুপির অভিযোগে ফলাফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর

karchopi ovijok result declain bnpমশিউর॥ কারচুপির অভিযোগ এনে রংপুর সিটি করপোরেশনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন বিএনপি প্রার্থী কাওসার জামান বাবলা। গত বৃহস্পতিবার সন্ধার পর এসব কথা বলেন তিনি। বিএনপি এই নির্বাচন টেস্ট কেস হিসেবে নিয়েছিল উল্লেখ করে বাবলা বলেন, বর্তমান সরকারের অধীনে কোনও নির্বাচন সুষ্ঠুভাবে সম্ভব নয়।
আমরা পরাজয় বরণের মাধ্যমে স্পষ্টকরেছি যে সরকার এবং নির্বাচন কমিশন কেহই স্বাধীন নির্বাচন দিতে পারে না। সুতরাং আগামী দিনে নতুন কমিশন এবং নির্বাচনী সরকার প্রয়োজন। বর্তমানদের দিয়ে আর কোন নির্বাচন সম্ভব নয়। দেশবাসির চাহিদা এবং বর্তমান সময়ের দাবী অনুযায়ী নতুন নির্বাচন কমিশন এবং নির্বাচনী সরকার বিহীন নির্বাচনে যাওয়া নিজের মরন বা বিপদ নিজেই ডেকে আনার শামিল।

Leave a Reply

Your email address will not be published.